মূল বিষয়ে যান

ফেলুদার জগতে আপনাকে স্বাগতম

বাংলা সাহিত্যের এক জনপ্রিয় গোয়েন্দা চরিত্র হলেন ফেলুদা, যিনি সত্যজিৎ রায় এর সৃষ্টি। তার আসল নাম প্রদোষ চন্দ্র মিত্র। ফেলুদা সিরিজের প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরির প্রথমভাগ ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। এর পর আরো দুইটি সংখ্যায় গল্পটি শেষ হয়। ১৯৬৫ থেকে ১৯৯৭ পর্যন্ত মোট ৩৫টি সম্পূর্ণ ও চারটি অসম্পূর্ণ গল্প ও উপন্যাস এই সিরিজের অন্তর্ভুক্ত হয়। ফেলুদার সঙ্গে সবসময় থাকেন তার ভাই তোপসে (তপেশরঞ্জন মিত্র) ও লেখক জটায়ু (লালমোহন গাঙ্গুলি)। ফেলুদার চরিত্র তৈরিতে সত্যজিৎ রায় কে প্রভাবিত করেছেন তার ছোটবেলায় পড়া শার্লক হোমস এর গোয়েন্দা গল্প। তাই ফেলুদার ও হোমসের, তোপসের ও ওয়াটসনের মধ্যে অনেক মিল দেখা যায়। ফেলুদার বইগুলোতে সত্যজিৎ রায় নিজেই প্রচ্ছদ ও অলংকরণ করেন। তিনি ফেলুদার দুটি উপন্যাস সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথ কে চলচ্চিত্রে রূপান্তরিত করেন। এর পর ফেলুদার গল্প ও উপন্যাস নিয়ে তার পুত্র সন্দীপ রায় টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্র নির্মাণ করেন।